কলকাতা: কলকাতায় (Kolkata) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একাধিক সহনাগরিকের মৃত্যু ঘটার পর খোলা হাওয়া সংগঠন CESC-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের জন্য মামলা দায়ের করেছে। আজ বিকেল ৩টায় বিচারপতি বিশ্বরূপ চৌধুরী শুনানি সম্পন্ন করেছেন এবং মিছিলের অনুমতি দিয়েছেন (District News)।
সংগঠন জানিয়েছে, মিছিলটি অনুষ্ঠিত হবে কলেজস্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত, এবং সময় নির্ধারিত হয়েছে বিকেল ৫ থেকে সন্ধে ৭টা পর্যন্ত। মিছিলে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: পুজোতে রেকর্ড গড়ল ব্লু লাইন, কত ভিড় হল মেট্রোয়
সংগঠন জানিয়েছে, মিছিলের মাধ্যমে তারা CESC-এর ব্যর্থতা এবং জনসাধারণের নিরাপত্তা রক্ষা না করার অভিযোগ তুলে ধরবে।
দেখুন আরও খবর: